শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মালিতে জঙ্গি হামলা, নিহত ৩৩

অনলাইন ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ৪, ২০২১

মালিতে জঙ্গি হামলা, নিহত ৩৩
পশ্চিম আফ্রিকার মালিতে জঙ্গি হামলায় একটি বাসের অন্তত ৩৩ যাত্রী মারা গেছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় মোপতি প্রদেশে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সপ্তাহে দুবার সোঙ্গো গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরের বান্দিয়াগারায় যাতায়াত করা বাসটি গ্রামবাসীদের নিয়ে স্থানীয় একটি বাজারে যাচ্ছিল। অস্ত্রধারী লোকজন প্রথমে গাড়িতে গুলি চালিয়ে টায়ার অকার্যকর করে দেয় এবং মানুষজনের ওপর গুলি চালায়। এ ঘটনায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত এবং নিখোঁজের সংখ্যাও অনেক।

ঘটনাস্থলে প্রথম পৌঁছানো জরুরি বিভাগের কর্মীরা অন্তত ২৫টি পোড়া দেহ উদ্ধার করে বলে অভ্যন্তরীণ নিরাপত্তা-সংক্রান্ত এক নথির বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কারণে এলাকাটিতে এখন নিয়মিতই সহিংসতা ও প্রাণহানির খবর পাওয়া যায়।
0 Comments